স্বাগতম
চেয়ারম্যানের বানী
আশারকান্দি ইউনিয়ন পরিষদ এর তথ্য-প্রযুক্তির সুবিধাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার মানসে চালু করা হলো ”ই-ট্রেড লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম“। অনলাইনে ট্রেড লাইসেন্স এর আবেদন ও ধার্য্যকৃত ফ্রি গ্রহনের জন্য এটি একটি আদর্শ সফ্টওয়্যার। ই-ট্রেড লাইসেন্স ম্যানেজমেন্ট সফ্টওয়্যারটি সরকারের আদর্শ বিধির আলোকে দেশের প্রথম তৈরী। সিস্টেমটির মাধ্যমে শতভাগ দোকানপাট ও সকল বানিজ্যিক প্রতিষ্ঠান থেকে লাইসেন্স ফি আদায় / সংগ্রহ, সচ্ছ, সুন্দর ও সহজ ভাবে করা যায়। মোবাইল ব্যাংকিং এর সুবিধা থাকায় দেশের যে কোন প্রান্ত থেকে লাইসেন্স মালিক ফি পরিশোধ ও লাইসেন্স প্রিন্ট করে পারেন। সেবা প্রত্যাশী নাগরিকগণ সরাসরি এর সুফল ইউনিয়ন পরিষদের সাথে সেতুবন্ধনের ভিত আরো মজবুত হবে বলে প্রত্যাশা করি।
এই প্রয়াসের সাথে সম্পৃক্ত সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
মোঃ আইয়ুব খান,
চেয়ারম্যান
আশারকান্দি ইউনিয়ন পরিষদ
জগন্নাথপুর, সুনামগঞ্জ
Sign In